নিউজ ডেস্ক: ট্যাবের টাকা কেলেঙ্কারিতে মালদায় গ্রেফতার আরও এক। ধৃতের নাম সেরাজুল মিঁয়া (৩০)। বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার তিনশতদিঘী এলাকায়। শনিবার ধৃতকে পেশ করা হয় আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, গাজোলের ডোবা খোকসান খ্যান্তরানী হাইস্কুলের এক পড়ুয়ার ট্যাবের টাকা সেরাজুলের অ্যাকাউন্টে চলে যায়। ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের সূত্র ধরেই শুক্রবার রাতে সেরাজুলকে গ্রেফতার করে মালদা জেলা সাইবার ক্রাইম থানার পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ট্যাবের টাকা কেলেঙ্কারিতে নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল সেরাজুল। বিভিন্ন অ্যাপের মাধ্যমে সিএসপি চালাত সেরাজুল। শুধু তাই নয়, পরিবারের একাধিক অ্যাকাউন্টও এই কেলেঙ্কারিতে ব্যবহার করেছিল সে। ধৃতকে এদিন পেশ করা হয় মালদা জেলা আদালতে।
উল্লেখ্য, এর আগেও মালদা থেকে সুব্রত বসাক নামে এক যুবককে গ্রেফতার করেছিল পূর্ব বর্ধমান পুলিশ। ধৃতের বাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে। তার সিএসপি বা গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে ট্যাব বাবদ জমা হওয়া অনেক অ্যাকাউন্টে থেকে টাকা তোলা হয়েছে। ধৃত যুবক বৈষ্ণবনগরের চকসেহেরদি গ্রামের বাসিন্দা। দুদিন আগেও তাকে তুলে এনে থানায় জিজ্ঞাসাবাদ চালিয়েছিল পুলিশ। বৃহস্পতিবার রাতেও পূর্ব বর্ধমান পুলিশের একটি দল মালদহে আসে। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সুব্রত বসাককে।