নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের জন্য হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে আরও একটি বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করল রেল। পিএসসি পরিচালিত ২০২৩-এর ক্লার্কশিপ পরীক্ষার (পার্ট -১) প্রার্থীদের সুবিধার্থে রেলের হাওড়া বিভাগ রবিবার হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে পথে সমস্ত স্টেশনে স্টপেজ দেবে।
এই সঙ্গে আরও একটি ইএমইউ বিশেষ পরিষেবা চালানোর ব্যবস্থাও করেছে৷ হাওড়া – ব্যান্ডেল ইএমইউ পরীক্ষার বিশেষ ট্রেনটি হাওড়া ছাড়বে সকাল ৭টা ৫এ। ব্যান্ডেলে পৌঁছাবে ৮টা ৫এ। ব্যান্ডেল – হাওড়া ইএমইউ পরীক্ষার বিশেষ ট্রেন ব্যান্ডেল ছাড়বে রবিবার বিকেল ৪টে ৪৮এ। সেটি হাওড়া পৌঁছাবে ৫টা ৫০এ।
পূর্ব রেল সূত্রে খবর, শনি ও রবিবার মিলে মোট ৪৪টি স্পেশাল ট্রেন চালানো হবে। তার মধ্যে শনিবার চলবে ১২টি স্পেশাল ট্রেন ও রবিবার চলবে ৩২টি। আগামিকাল ও রবিবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে। ওই দু’দিন পরীক্ষার্থীদের কথা ভেবে এই স্পেশাল লোকাল ট্রেনগুলি চলবে বলে জানিয়েছে পূর্ব রেল ৷ মূলত হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনে এই স্পেশাল ট্রেন চলবে। এই লোকাল ট্রেনগুলি যাত্রাপথে প্রতিটি স্টেশনেই থামবে। পূর্ব রেলের একটি জারি করা বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়েছে।