নিউজ ডেস্ক: কলকাতা-সহ জেলায় জেলায় শীতের আমেজ। রবিবার কলকাতার তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল ১৯ ডিগ্রি সেলসিয়াসে। আর সোমবার ১৯ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি অতিক্রম করে, মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। এই আবহাওয়াই আগামী কয়েকদিন অর্থাৎ সপ্তাহজুড়ে থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই এখন আর। আবহাওয়া শুষ্কই থাকবে। কুয়াশার দাপট থাকবে রাজ্যের প্রায় সর্বত্র।
জানা গিয়েছে, রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী দুই থেকে তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামী দু’দিন ঘন কুয়াশার পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার সকালে কলকাতা-সহ রাজ্যের সর্বত্রই কনকনে শীতের আমেজ অনুভূত হয়েছে।
দক্ষিনের পাশাপাশি উত্তরবঙ্গে বইছে শিরশিরে হাওয়া। সূর্য ডুবে গেলেই তাপমাত্রা কমে যাচ্ছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে ভোরের দিকেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের প্রায় সব জেলার তাপমাত্রাই কমবে। রাতের তাপমাত্রা আরও খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে, একবার কমে গেলে আগামী কয়েকদিন সেই তাপমাত্রাই বজায় থাকবে। উত্তরবঙ্গের প্রায় সর্বত্র কুয়াশার দাপট দেখা যাবে। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে মালদা ও উত্তর দিনাজপুরে।