নিউজ ডেস্ক: রাজধানী দিল্লিতে বায়ুদূষণের কষ্ট অব্যাহত রয়েছে, রোজই একটু একটু করে খারাপ হচ্ছে বাতাসের গুণগতমান। বিগত কয়েকদিনের মতো সোমবারও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল রাজধানী দিল্লি। দিল্লির বাতাসের গুণগতমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) অর্থাৎ একিউআই সোমবারও খারাপ পর্যায়ে থাকল। এদিন সকালে দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগত মান খারাপ ছিল। শুধুমাত্র দিল্লি নয়, সোমবার সকালে উত্তর প্রদেশ এবং হরিয়ানাতেও বাতাসের গুণগতমান ছিল খারাপ পর্যায়ে। ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লি সংলগ্ন রাজ্যগুলি।
প্রতিবছর এই সময়টায় ভয়াবহ হয়ে ওঠে দিল্লির বাতাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার আগে থেকেই দিল্লিতে বাজিতে নিষেধাজ্ঞা জারি করেছিল আপ সরকার। তবে তাতেও কি হল শেষ রক্ষা? পরিসংখ্যান বলছে, ঘণ্টায় ঘণ্টায় খারাপ হচ্ছে দেশের রাজধানীর বাতাসের অবস্থা। ১২ ঘণ্টায় সেখানকার বাতাসে দূষণের মাত্রা ৩২৭ থেকে বেড়ে হয়েছে ৫০৭।