নিউজ ডেস্ক: আর জি কর-কাণ্ডের ১০০ দিন পার। বিচারের দাবিতে, বিটি রোডে মশাল নিয়ে হল সাইকেল ব়্যালি। মশাল মিছিলের সূচনা করেন চিকিৎসক তরুণীর মা-বাবা। ধর্মতলা, শ্য়ামবাজারে ১০০ সেকেন্ড নীরবতা পালন, ১০০ মোমবাতি জ্বেলে চলল প্রতিবাদ কর্মসূচি, মানববন্ধন। আরজি করের বিচারের দাবিতে জারি নাগরিক সমাজ এবং চিকিৎসক সংগঠনের আন্দোলন ৷ এই বিষয়ে আশাবাদী নির্যাতিতার বাবা ও মা ৷
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর ১০০ দিন পেরতে চলল। এবার বিচারের দাবিতে, অভয়া মঞ্চের ডাকে বিটি রোডে হল সাইকেল ব়্যালি। রবিবার, আর জি করের নিহত তরুণীর মা-বাবা সোদপুর থেকে মশাল মিছিলের সূচনা করেন। মশাল নিয়ে সাইকেল মিছিল রওনা হয় শ্য়ামবাজারের উদ্দেশে। সিঁথির মোড়ে গানে গানে জানানো হয় প্রতিবাদ। মিছিল এসে মেশে শ্য়ামবাজারে। সেখানে দ্রোহের কর্মসূচির ডাক দেয় অভয়া মঞ্চ। বিচারের দাবিতে ১০০ মোমবাতি জ্বেলে। ১০০ সেকেন্ড নীরবতা পালন করা হয়। ধর্মতলাতেও বিচারের দাবিতে জ্বালানো হয় ১০০ মোমবাতি। ১০০ সেকেন্ড নীরবতা পালন করা হয়। অভয়া মঞ্চের ডাকে, সল্টলেক সিটি সেন্টারেও ১০০ কন্ঠে প্রতিবাদের ডাক দেওয়া হয়। আন্দোলনকারী এক চিকিৎসক বলেন, “বিচারহীন ১০০ দিন। আমরা অভয়ার মা-বাবার হাতে মশাল দিয়ে এসেছিলাম। যে আপনারা এটা রাখুন। আমরা রাস্তায় আছি। আজ তাঁদের হাত থেকে আমরা মশালটা নিয়ে এলাম।”
অন্যদিকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি করের নির্যাতিতার বাবা প্রথমেই বলেন, “মিলবে, বিচার মিলবে, কারও হতাশ হওয়ার কিছু নেই ৷ আমাদের আন্দোলনটা ঠিক করে চালিয়ে যেতে হবে ৷”