নিউজ ডেস্ক: চিনা মাঞ্জা গলায় লেগে ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। চিনা মাঞ্জায় আহত হলেন এক মোটর সাইকেল আরোহীর। আহত ব্যক্তির দাবি, প্রায় আধ ঘণ্টা ধরে ১০০ ডায়াল করে তিনি সাহায্য চান ওই ব্যক্তি। কিন্তু অনেক দেরিতে পুলিশ এসে পৌঁঁছয়। এরপর পুলিশের ভ্যানে তুলেই তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসা হয় তাঁর।মা উড়ালপুল আগেও একাধিক বার এমন দুর্ঘটনা ঘটে। সেই মতো পুলিশের তরফে ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু চিনা মাঞ্জার দরুণ উদ্ভুত বিপদ এড়ানো যাচ্ছে না কিছুতেই।
জানা গিয়েছে, রবিবার দুপুরে মা উড়াল ধরে এগনোর সময় চিনা মাঞ্জায় আহত হন এক বাইক আরোহী। মোটর সাইকেলের পিছনের আসনেও একজন বসেছিলেন। তাঁর কিছু হয়নি, কিন্তু যিনি মোটর সাইকেল চালাচ্ছিলেন, তিনি আহত হয়েছেন। বাইক আরোহীর দুই চোখের মাঝে, নাকের উপর আঘাত পান তিনি। রক্তাক্ত অবস্থায় নাক চেপে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চোখের পাশের অংশও কেটে যায় তাঁর। চার পাশে ভিড়ও জমে যায় সেখানে। এদিন আহত ওই ব্যক্তি জানিয়েছেন, এই ঘটনায় বিস্মিত তিনি। তাঁর সঙ্গে থাকা ব্যক্তি জানিয়েছেন, গোটা ঘটনায় স্তম্ভিত তাঁরা। অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত, আর যেন এমন ঘটনা না ঘটে বলে দাবি জানান তিনি।