নিউজ ডেস্ক: পয়লা নভেম্বর মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া ৩’। দেশীয় বক্সঅফিস কালেকশন বলছে, প্রথম দিনেই ৩৫ কোটির উপরে ব্যবসা করে ‘মঞ্জুলিকা’র ভূত! রবিবার ছবিটি প্রেক্ষাগৃহে পূরণ করল ১৭ তম দিন। এ দিন ‘রুহ্ বাবা’ সারা বিশ্বে আয় করে ফেলেছেন ৩৬৭.৯৫ কোটি টাকা! এবং একই সঙ্গে চারটি ছবির বক্সঅফিস রেকর্ড ভেঙে দিয়েছেন। তালিকায় ‘গোলমাল আগেন’, ‘সূর্যবংশী’, ‘বাজিরাও মস্তানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’!
উল্লেখ্য, দীপাবলির আবহে মুক্তি পাওয়া দুটি ছবিই বক্স অফিসে জাঁকিয়ে ব্যবসা করছে। শুরুর দিকে অজয় দেবগন সহ তারকাখচিত সিংঘম এগেন ব্যবসার নিরিখে এগিয়ে থাকলেও যত দিন যাচ্ছে শ্লথ হচ্ছে ছবির আয়। উল্টে বাড়ছে কার্তিকের ছবির ব্যবসা। প্রকাশিত তথ্য অনুযায়ী এই ছবির আয় প্রথম দিনে ৩৬.৬০ কোটি, দ্বিতীয় দিনে ৩৮.৪০ কোটি, তৃতীয় দিনে ৩৫.২০ কোটি, চতুর্থ দিনে ১৫ কোটি, পঞ্চম দিনে ১৫.৯১ কোটি, ষষ্ঠ দিনে ১২.৭৪ কোটি, সপ্তম দিনে ১২.২১ কোটি টাকা আয় ছবির। এই হিসেব বলছে, প্রথম সপ্তাহে বাণিজ্য ১৬৮. ৮৬ কোটি টাকা। অষ্টম দিনে ছবিটি বাণিজ্য করেছে ১২.৪০ কোটি, নবম দিনে ১৭.৪০ কোটি।
ভুল ভুলাইয়া ৩ ছবিটি ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগ এবং ব্যবসার নিরিখে সবথেকে এগিয়েও আছে। এই ছবিতে রুহ বাবার চরিত্রে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে। সঙ্গে ছিলেন বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি প্রমুখ। আনিস বাজমি ছবিটির পরিচালনা করেছেন।