নিউজ ডেস্ক: যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শাসনে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে খড়িবাড়ি বাজার এলাকা। গভীর রাত পর্যন্ত মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হয়েছেন থানার আইসি-সহ পাঁচ পুলিশকর্মী। শাসন থানার অন্তর্গত মহিষগদি সাহাজিপাড়া এলাকার বাসিন্দা আলামিন সাহাজি।
রবিবার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। সম্পর্কের অবনতি হওয়ার কারণে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। তার পর দেহ ঝুলিয়ে দেওয়া হয় বাড়িতেই। যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি স্থানীয়দের। কিন্তু তাঁদের অভিযোগ, এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হলে থানা থেকে জানানো হয়, যুবক আত্মহত্যা করেছে।
এর পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। খড়িবাড়ি বাজার এলাকায় রাতেই রাস্তা অবরোধ করেন মৃতের আত্মীয় এবং স্থানীয়েরা। যুবকের দেহ রাস্তায় রেখে তার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এর ফলে রাতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শাসন থানার পুলিশ ঘটনাস্থলে যায়।