নিউজ ডেস্ক: মন্দিরের তালা ভেঙে মা কালীর গয়না-সহ নানা সরঞ্জাম চুরির ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। রবিবার রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী বালুরঘাটের পরানপুরের দক্ষিণ আটইর ব্রিজকালীর ওই মন্দিরে চুরি করে বলে অভিযোগ। সোমবার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় শোরগোল পড়েছে।
প্রতিমা থেকে সোনা ও রুপোর মুকুট, পায়ের তোরা, টিপ-সহ নানা সরঞ্জাম চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা। মা কালীর মন্দিরে চুরির ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পুলিশের কাছে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তাঁরা।