নিউজ ডেস্ক: ফের অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড। সোমবার সকালে মল খোলার সময়েই আগুন লাগে। বাইরে দাঁড় করিয়ে রাখা হয় কর্মীদের। তাঁদের জানানো হয়েছে যে ফুড কোর্টে আগুন লেগেছে। ধোঁয়াও বেরতে দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মাস পাঁচেক আগেই কসবার এই মলের ফুড কোর্টে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এবার ফের সেই একই ছবি।
জানা গিয়েছে, সূত্রের খবর মলের দ্বিতীয় তলায় লেগেছে আগুন। এর আগে গত জুন মাসেও আগুন লেগেছিল, ফের আগুন লাগল। ১১ টা থেকে অফিস শুরু হওয়ার কথা সেই মতোই মলের বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীরা প্রবেশ করেন। হঠাৎই মলের ভেতরে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। প্রত্যক্ষদর্শীদের দাবি ফুটকোট থেকে তারা ধোঁয়া দেখতে পায়। সেই মতো সকলকে বাইরে বের করে নিয়ে আসা হয়।
গত ১৪ জুন কসবার এই মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় মলটির তিনতলায় একটি ফুডকোর্ট ও চারতলায় একটি রেস্তোরাঁ রয়েছে। তার মাঝেই ছিল বুকস্টোর। সেখানেই আচমকা আগুন লাগে। দক্ষিণ কলকাতার অন্যতম বৃহৎ এই মলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪ হাজার মানুষের কর্মসংস্থান জড়িয়ে। মলের মধ্যে রয়েছে ১১০টিরও বেশি আউটলেট। অগ্নিকাণ্ডের জেরে মলের বিস্তর ক্ষতি হয়েছিল। সবদিক খতিয়ে দেখার পর গত ২৫ জুন দমকলের তরফে শপিং মলে বিদ্যুৎ সংযোগের অনুমতি দেওয়া হয়। এরপরই শুরু হয় মেরামতির কাজ। অগ্নিকাণ্ডের স্মৃতি ভুলে নতুন করে সেজে উঠেছিল অ্যাক্রোপলিস মল। কিন্তু ফের পাঁচ মাসের ব্যবধানে মলে আগুন লাগল।