নিউজ ডেস্ক: দেশে ফের ব়্যাগিংয়ের শিকার কলেজ পড়ুয়া। এবার গুজরাত। মেডিক্যাল কলেজ বা ইঞ্জিনিংয়ির কলেজে ‘পরিচয়’-এর নামে ব়্যাগিং বহু পুরনো বিষয়। এই সংস্কৃতি চলে আসছে বহুদিন ধরে। এর ফলে দেশের বহু পড়ুয়াকে জীবন দিতে হয়েছে অকালে। যার জ্বলন্ত উদাহরণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মত্যু। কয়েক বছর আগে এই ঘটনায় তোলপাড় হয়েছিল দেশ। দেশের বহু কলেজ কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ করলেও চিত্রটা পাল্টায়নি। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার ধরপুর পাটানের একটি মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু হল ব়্যাগিংয়ের জেরে। ঘটনার তদন্তে পুলিশ।
জানা গিয়েছে, তৃতীয় বর্ষের পড়ুয়ারা মিলে প্রথম বর্ষের নবাগত পড়ুয়াদের র্যাগিং করছিল। ‘ইন্ট্রোডাকশন’-র নামে নবাগতদের ঘণ্টার পর ঘণ্টা হস্টেলের ছাদে রোদে দাঁড় করিয়ে রাখা হয়। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার জেরেই অনিল মেথানিয়া নামক এক যুবক অসুস্থ হয়ে পড়ে। অজ্ঞান হয়ে যায়। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংজ্ঞা ফিরলে, পুলিশ বয়ান রেকর্ড করে ওই যুবকের। র্যাগিংয়ের কথা জানায় যুবক। কিন্তু এরপরই ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হয়। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
এই আবহে যুবকের মৃত্যুর জন্যে দায়ীদের উপযুক্ত সাজার দাবিতে সরব হয়েছে পরিবার। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মেডিক্যাল কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির কাছ থেকে রিপোর্ট চেয়েছেন তদন্তকারীরা।