নিউজ ডেস্ক: জমি বেচা কেনা নিয়ে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ঝামেলায় জড়িয়েছিল দুই পক্ষ। তার জেরেই প্রশান্ত সরকার নামে বছর ষাটের এক বৃদ্ধকে ক্যানিং থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল নিমাই সরকার ও তার অনুগামীদের বিরুদ্ধে। রবিবার ক্যানিংয়ের খাস কুমড়োখালি গ্রাম থেকে অপহরণ করা হয় প্রশান্তকে। দুলক্ষ টাকা মুক্তিপণ না দিলে প্রশান্তকে ছাড়া হবে না বলে বাড়ির লোককে ফোনে হুমকিও দেয় অভিযুক্ত নিমাই সরকার। সেই অভিযোগ পেয়ে ক্যানিং থানার পুলিশ তড়িঘড়ি তদন্তে নেমে রবিবার রাতে উত্তর ২৪ পরগনার মাটিয়া থেকে উদ্ধার করে প্রশান্তকে। গ্রেফতার করা হয়েছে নিমাইকেও।
এই ঘটনায় আরও এক অন্যতম অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হয়েছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে ক্যানিং থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মাটিয়া এলাকায় একটি জমি কেনা বেচা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা ছিল দুপক্ষের মধ্যে। প্রশান্তের কাছে নিমাই দু লক্ষ টাকা পেতেন বলে দাবি নিমাইয়ের। সেই টাকা দীর্ঘদিন ধরে প্রশান্ত দিচ্ছে না বলে অভিযোগ। আর সেই কারণে ভাড়া করা কিছু গুন্ডাকে নিয়ে এসে রবিবার প্রশান্তকে তুলে নিয়ে যায় নিমাই। এরপর তাঁর বাড়িতে ফোন করে দু’লক্ষ টাকা মুক্তিপণ চায়। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয় প্রশান্তর পরিবার।
রবিবার সন্ধ্যায় এবিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রশান্তর মেয়ে আলপনা মণ্ডল। অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ করে ক্যানিং থানার পুলিশ। রাতেই মাটিয়া থেকে উদ্ধার করা হয় প্রশান্তকে। গ্রেফতার করা হয় অভিযুক্ত নিমাইকে। এই অপহরণের কাজে আরও যারা যুক্ত ছিল তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ক্যানিং থানার পুলিশ।