নিউজ ডেস্ক: পারদ-পতনের সঙ্গে পাল্লা দিয়ে দূষণ বাড়ছে দিল্লিতে। সোমবার সকাল ৯টায় সেখানে বায়ুর গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ছিল ৪৮৫। মাত্রাতিরিক্ত এই দূষণের প্রেক্ষিতে জনসাধারণের হাতে মাস্ক তুলে দিলেন বিজেপি নেতারা। সোমবার দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা এবং বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল দিল্লির সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনে জনসাধারণের হাতে মাস্ক তুলে দেন।
দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, “দিল্লির পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দিল্লি সরকারের অপশাসনের কারণে দিল্লির মানুষকে ভুগতে হচ্ছে। ধূলো নিয়ন্ত্রণ করতে হবে এবং পঞ্জাবে খড় পোড়ানো বন্ধ করতে হবে। আমরা লাগাতার বলে আসছি, দূষণ শুধুমাত্র একমাসের সমস্যা নয়, এই সমস্যা সমাধানে ১২ মাস কাজ করতে হবে।”
অন্যদিকে দূষণ এতটাই বেশি যে শ্বাসকষ্টের সমস্যা বাড়ছে দিল্লিবাসীর। এই পরিস্থিতিতে দিল্লিতে নবম ও একাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শারীরিক ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর ভারতে বাতাসের গুণগতমান অবনতির কারণে স্কুল বন্ধের পাশাপাশি অনলাইন ক্লাস নিয়েও চিন্তাভাবনা চলছে। দিল্লি, হরিয়ানা এবং মহারাষ্ট্র তাৎক্ষণিক ব্যবস্থা বাস্তবায়ন করেছে, পঞ্জাব এবং উত্তর প্রদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তাভাবনা করে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লিতে।