নিউজ ডেস্ক: জি২০ বৈঠকে যোগ দিতে সোমবার ব্রাজিলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী রিও-তে পৌঁছনোর পর বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃত শ্লোক সুর করে পাঠ করেন কয়েক জন নারী-পুরুষ। তাঁদের প্রত্যেকের পরনে ছিল ভারতীয় পোশাক। গুজরাতের ঐতিহ্যবাহী ডান্ডিয়া নৃত্যও প্রদর্শন করা হয়।
প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “রিও ডি জেনেইরোতে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনা পেয়ে আমি আপ্লুত। মহাদেশগুলির মধ্যে পারস্পরিক সম্প্রীতিকেই তুলে ধরে এই শক্তি ও উৎসাহ।”
এ দিন সকালে রিও ড জেনেইরোতে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দীর্ঘক্ষণ কথা বলেন ব্রাজিলে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে। ব্রাজ়িল পৌঁছেই সমাজমাধ্যমে মোদী জানান, ভারতের ঐতিহ্য ব্রাজিল রক্ষা করবে, এ ব্যাপারে তিনি আশাবাদী। ২০২৩ সালে জি২০ শীর্ষবৈঠকের আয়োজক দেশ ছিল ভারত। দিল্লিতে গত বছরের ১০ নভেম্বর সেই বৈঠকের শেষে মোদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার হাতে আনুষ্ঠানিক ভাবে সভাপতিত্বের ‘গাভেল’ তুলে দেন। প্রথা মেনে এ বারের এই শীর্ষবৈঠকের আয়োজন করেছে ব্রাজিল। বৈঠকে বাণিজ্য এবং উন্নয়নের ক্ষেত্রে আন্তর্দেশীয় সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আলোচনা হতে পারে ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়েও।