নিউজ ডেস্ক: বসিরহাট জেলা হাসপাতালের পর এবার হাসনাবাদের ঘোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে লাগল আগুন৷ ঘটনায় রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে ব্যপক চাঞ্চল্য ছড়ায়৷ তবে স্থানীয় ও দমকলকর্মীদের তৎপরতায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে৷ স্থানীয়রা জানান, সোমবার সকালে স্বাস্থ্য কেন্দ্রের আউটডোরে আচমকা আগুন লাগে।
দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে ভবনে। কালো ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল চত্বর৷ আগুন দেখে রোগী ও তাদের আত্মীয়রা ছোটাছুটি শুরু করেন। অনেকেই হাসপাতাল ছেড়ে বাইরে বেড়িয়ে আসেন। প্রথমে হাসপাতালের কর্মী এবং স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ না-হওয়ায় খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বসিরহাট থেকে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রচেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যেই ওই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
দমকলের প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই ঘটনা৷ এছাড়া আরও কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ৷ তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।