নিউজ ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। ত্রিপুরার রাজ পরিবারের বংশধরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সূচিত্রা কন্যা। ৭০ বছর বয়সে স্বামী, ভরত দেব বর্মাকে হারালেন সুচিত্রা কন্যা। তাঁদের ৪৬ বছরের দাম্পত্যে এদিন ইতি পড়ল। মঙ্গলবার সকাল ন’টায় দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভরত দেব বর্মা।
সূত্রের খবর এদিন সকালে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে। অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। তবে শেষ রক্ষা হল না। যাওয়ার আগেই সব শেষ। যদিও শহরে ছিলেন না মুনমুন সেন ও রাইমা সেন। সকালে খবর পেয়েই কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা। ইতিমধ্যেই খবর পেয়ে শোকজ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুনমুন সেনের আসার অপেক্ষায় রয়েছেন তিনিও। স্থানীয় বিধায়ককে নির্দেশ দিয়েছেন বিষয়টা নজরে রাখতে। মুনমুন সেন ও রাইমা কলকাতা বিমানবন্দরে পৌঁছলেই তাঁদের গ্রিন করিডোর করে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলেও এদিন মুখ্যমন্ত্রী জানান।