নিউজ ডেস্ক: বহু প্রতিক্ষীত ‘পুষ্পা ২’ ছবি মুক্তির আর মাত্র কয়েকটা দিন বাকি। অপেক্ষায় দিন গুনছেন সকলে। আর অনুরাগীদের সেই উত্তেজনাকে আরও ৪ গুন বাড়িয়ে তুলেছে এই ছবির ট্রেলার। পুষ্পার ট্রেলার লঞ্চে চমক লাগালেন দক্ষিণী সুপারস্টার। আসলে দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সাফল্যের পর থেকেই সিনেমাটির দ্বিতীয় কিস্তির জন্য তুমুল আগ্রহী উঠেন দর্শকরা। সাম্প্রতিক সময়ে সিক্যুয়েলটি কবে মুক্তি পাচ্ছে, তা নিয়ে সামাজিক মাধ্যমে জল্পনাও তুঙ্গে। চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। তবে এর আগেই অবিশ্বাস্য রেকর্ড গড়ে ফেলেছে ছবিটি। মুক্তির আগেই এটি ঘরে তুলেছে ১ হাজার কোটি রুপি। ৫ ডিসেম্বর বড়পর্দায় আসতে চলেছে ‘পুষ্পা ২’। ছবিটি নিয়ে হাইপ তুঙ্গে। এই ছবির জন্য আল্লুর পারিশ্রমিক ৩০০ কোটি টাকা। যা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ইতিমধ্যেই গড়ে তুলেছে রেকর্ড।
কয়েকদিন আগেই দিয়েছিলেন সুখবর। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা। আল্লু অর্জুন ভক্তদের কাছে ছিল উৎসব। সন্ধ্যায় ‘পুষ্পা ২’ ছবির ট্রেলার লঞ্চে তিনি উপস্থিত ছিলেন বিহারের গান্ধী ময়দানে। আল্লু অর্জুনের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে সেই খবর ছড়িয়ে পড়তেই স্বপ্নের নায়ককে কাছ থেকে দেখার লোভ সামলাতে পারেননি অধিকাংশই। হাজার-হাজার অনুরাগীদের সামাল দিতে মোতায়িত হয় বিপুল সংখ্যক পুলিশ। এদিন যথা সময় ছবির নায়িকা রশ্মিকা মন্দানাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন। মুহূর্তে সেলিব্রেশন শুরু। হুল্লোরে ফেটে পড়লেন সকলে।
এদিন আল্লুর অনুষ্ঠান চলাকালিনই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়ে যায় ‘পুষ্পা ২’ ছবির ট্রেলার। ২ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের এই ট্রেলার এখনও নেটপাড়ায় ট্রেন্ডিং। তবে ছবির ট্রেলারেই বাজিমাত করলেন আল্লু অর্জুন। মাত্র ২৪ ঘণ্টায় ১,০২০ লাখ ভিউ ছাড়িয়ে যায় ছবির ট্রেলার। যা তেলুগু ছবির ইতিহাসে নতুন। ফলে বোঝাই যাচ্ছে আল্লুর এই আগামী ছবি তাঁর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হতে চলেছে।