নিউজ ডেস্ক: উয়েফা নেশন্স লিগে টেনেরিফে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল স্পেন ও সুইজারল্যান্ড। স্পেনের কাছে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল সুইসরা। কিন্তু শেষ মুহূর্তের গোলে জয় পায় স্প্যানিশরা। ম্যাচের ৩২ মিনিটে পিনো স্পেনকে এগিয়ে দেন। ৬৩–তম মিনিটে জোয়েল মন্টিরোর গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড।
তবে পাঁচ মিনিট পর ৬৮ মিনিটে আবারও এগিয়ে যায় স্পেন। গোলটি করেন ব্রায়ান গিল। ৮৫–তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান জেকিরি। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্পট-কিকে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন জারাগোসা। গ্রুপ সেরা হয়ে স্পেনের কোয়ার্টার-ফাইনালে আগেই উঠে গিয়েছিল। আর এই ম্যাচের আগে ‘বি’ লিগে নেমে যাওয়া নিশ্চিত হয়েছিল সুইজারল্যান্ডের। টানা পাঁচ জয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে স্পেনের পয়েন্ট হলো ১৬। গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে ডেনমার্ক। ৬ ম্যাচে ডেনিশদের ৮ পয়েন্ট, সার্বিয়ার ৬। ২ পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড।