নিউজ ডেস্ক: ধোঁয়া উড়িয়ে পাহাড়ের পাকদণ্ডী বেয়ে ছুটল টয় ট্রেন। দীর্ঘ প্রায় সাড়ে চারমাস পর রবিবার থেকে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং ট্রেন পরিষেবা চালু হল। পাহাড়ে একটানা বৃষ্টিতে চারিদিকে ধস পড়ে ক্ষতিগ্রস্ত হয় রেললাইন। তাই ৫ জুলাই থেকে এই পরিষেবা বন্ধ করে দেয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তারপর এবার রবিবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার ট্রেন পরিষেবা চালু করেন। এদিন ৩৫ জন পর্যটক নিয়ে ফের পাহাড়ে ছুটল টয় ট্রেন।
এদিন ডিআরএম বলেন, “প্রতিবছর বর্ষায় এরকম হয়। কিন্তু এ বছর প্রচুর জায়গায় লাইন ক্ষতিগ্রস্ত হয়। তাই একটু বেশি সময় লেগে গেল। পুজোর সময় খুব চাহিদা ছিল। কিন্তু আমরা পরিষেবা দিতে পারিনি।” বাঙালির সাধের শৈলশহর দার্জিলিং। পুজোর পরের এই মরশুমে পর্যটকদের ভিড় বেশি হয়। শুধু বাংলা বা ভারতবর্ষ নয়, সারা বিশ্ব থেকে মানুষ আসেন কাঞ্চনজঙ্ঘার শোভা দেখতে ও পাহাড়ি রাস্তায় টয়ট্রেনের নস্ট্যালজিয়া ফিরে পেতে। অস্ট্রেলিয়া থেকে আসা পর্যটক ক্রিস বলেন, “এই ট্রেন চড়ার জন্যই আমাদের এখানে আসা। খুব ভালো লাগছে এই রোমাঞ্চকর যাত্রা করতে পারছি বলে।” আবার ওড়িশা থেকে এসেছেন ধনঞ্জয় সামন্ত। এদিন বললেন, “আমাদের রাজ্যে তো এই ট্রেন নেই। তাই সুযোগ পেয়ে এই ট্রেনের টিকিট কাটলাম। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে দার্জিলিং যাব, ভেবেই দারুণ লাগছে।”