নিউজ ডেস্ক: মঙ্গলবার অস্ট্রেলিয়ায় আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ১৬ সদস্যের ভারতীয় মহিলা দল ঘোষণা করেছে বিসিসিআই।
প্রথম দুটি ওয়ানডে যথাক্রমে ৫ এবং ৮ ডিসেম্বর ব্রিসবেনের অ্যালান বর্ডার মাঠে হবে। ১১ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচ হবে পার্থের ওয়াকা গ্রাউন্ডে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন ভারতীয় মহিলা দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তাঁরা হলেন- স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজ, যস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা। সকলেই মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলছেন।
ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের স্কোয়াড : হারমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), প্রিয়া পুনিয়া, জেমিমা রড্রিগস, হারলিন দেওল, ইয়াস্তিকা ভাটিয়া (ডব্লিউকে), রিচা ঘোষ (ডব্লিউকে), তেজল হাসাবনিস, দীপ্তি শর্মা, মিন্নু মানি, প্রিয়া মিশ্র, রাধা যাদব, তিতাস সাধু , অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, সাইমা ঠাকুর।