নিউজ ডেস্ক: কুয়ালালামপুর থেকে চেন্নাইয়ে ফিরছিলেন। মাঝ আকাশেই সব শেষ! বিমানেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ৩৭ বছরের মহিলা যাত্রীর। মঙ্গলবার বিমান চেন্নাই বিমানবন্দরে পৌঁছতেই ওই মহিলা যাত্রীকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
প্রাথমিকভাবে ডাক্তাররা জানিয়েছেন, মাঝ আকাশেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, তামিলনাড়ুর কাল্লাকুরচি জেলার বাসিন্দা ছিলেন তিনি। একাই বিমানে চেপে কুয়ালালামপুর থেকে চেন্নাইয়ে ফিরছলেন। আকাশপথে এই ঘটনা ঘটে। এর পরেই চাঞ্চল্য ছড়িয়েছে বিমানে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার সকালে চেন্নাইমুখী একটি বিমানে ঘটনাটি ঘটেছে। সকালে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় মালয়েশিয়ার একটি বিমান। কিন্তু অবতরণের সময় হঠাৎই বিমানসেবিকা দেখতে পান, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা যাত্রী। তড়িঘড়ি তাঁকে পরীক্ষা করতে ছুটে আসেন চিকিৎসকদের একটি দল। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়।