নিউজ ডেস্ক: কাঁথির সরকারি বাস থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার গাঁজা। এর সঙ্গে আন্তঃরাজ্য পাচারকারিদের যোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। গত ১৭ তারিখ কাঁথিতে উদ্ধার হয় লক্ষাধিক টাকার গাঁজা। এরসঙ্গে আন্তঃরাজ্য পাচারকারিদের যোগ রয়েছে বলেই সাংবাদিক বৈঠক করে জানালেন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস। গোপন সূত্রে খবর পেয়ে কাঁথি খড়্গপুর বাইপাশে দুর্গাপুর থেকে দিঘাগামী একটি সরকারি বাসকে আটক করা হয়। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল গাঁজা পাচারকারীদের মধ্যে মহিলা রয়েছে। মহিলা পুলিশ নিয়েই তল্লাশি চালায় টিম। নির্দিষ্ট বাসকে আটক করে তল্লাশি চালিয়ে ১৩২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। ১১জনকে গ্রেফতার করা হয়।
ধৃতরা জেরায় স্বীকার করেছে, আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে তারা জড়িত। এরা রাজ্যের বিভিন্ন জেলায় মাদক পাচারের কাজ করে। ধৃতদের মধ্যে ৮ জনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত অর্থাৎ পুরো চক্রকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, যে বাসে গাঁজা পাচার হচ্ছিল, সেই গাড়ির চালক-কনডাক্টরও আতস কাচের নীচে। তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।