নিউজ ডেস্ক: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে বুধবার। রাঁচি জেলার দুটি বিধানসভা কেন্দ্র সিলি ও খিজরিতে ভোটগ্রহণ হবে এদিন। দ্বিতীয় দফার ভোটগ্রহণের জন্য মঙ্গলবার রাঁচির মোরহাবাদী ফুটবল স্টেডিয়ামের ডিসপ্যাচ কেন্দ্র থেকে ভোট কর্মীরা রওনা দেন নির্দিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশে।
উল্লেখ্য, ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় গত ১৩ নভেম্বর ৪৩টিতে ভোটগ্রহণ হয়েছিল। বুধবার হবে বাকি ৩৮টিতে। ২০১৯-এর বিধানসভা ভোটে প্রায় সাড়ে ৩৫ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়েছিল জেএনএম-কংগ্রেস-আরজেডির ‘মহাজোট’। এবারও তিন দল একসঙ্গে লড়ছে। সঙ্গে পেয়েছে বাম দল সিপিআইএমএল (লিবারেশন)-কে।