নিউজ ডেস্ক: তাপমাত্রার পারদ-পতনে শীতের আমেজ কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই, শীতের পরশ উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে, শীতের আমেজ বজায় থাকবে। উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে রাজ্যে। সেই কারণেই পারদ নামছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুই-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, দুই ২৪ পরগনা এবং পুরুলিয়াও।
অন্যদিকে, ঘন কুয়াশার কবলে উত্তর ও উত্তর-পশ্চিম ভারত, আগামী কিছু দিন এমনই কুয়াশার দাপট অব্যাহত থাকবে। কুয়াশার কারণে বুধবার সকালেও কমেছে দৃশ্যমানতা, চূড়ান্ত সমস্যার মুখোমুখি হয়েছেন গাড়ির চালকরা। কুয়াশা এতটাই বেশি যে, গাড়ি চালাতে সমস্যা হয়েছে। বুধবার ১৩টি ট্রেন দেরিতে চলাচল করছে এবং বাতিল হয়েছে ৯টি ট্রেন। আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কিছু দিন উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে অব্যাহত থাকবে কুয়াশা। অন্তত ৪-দিন পঞ্জাব ও হরিয়ানায় ঘন থেকে অতি ঘন কুয়াশা বজায় থাকবে। এছাড়াও আগামী ২-৩ দিন দিল্লিতে মাঝারি কুয়াশা থাকবে। বুধবার সকালেই ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল দিল্লি ও লাগোয়া রাজ্যগুলি। উত্তর প্রদেশের পাশাপাশি ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায় পঞ্জাব ও হরিয়ানাতেও।