নিউজ ডেস্ক: মাত্রাতিরিক্ত বায়ুদূষণে দুর্বিষহ অবস্থা রাজধানী দিল্লিতে। দিন দিন খারাপ হচ্ছে দিল্লির বাতাস, চারিদিকে শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা। দূষণ মোকাবিলায় দিল্লি সরকার সর্বোচ্চ নিয়ন্ত্রণবিধি জারি করেছে। তার পরেও পরিস্থিতি বদলায়নি। বুধবার সকালেও কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির বাতাবরণ।
ইন্ডিয়া গেট থেকে কর্তব্যপথ – সর্বত্রই অতি ঘন কুয়াশা ছিল। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে অনেকেই শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছেন। ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও কমে গিয়েছে দিল্লিতে। দৃশ্যমানতা কম থাকায় দিল্লিতে ট্রেন পরিষেবাও কিছুটা বিঘ্নিত হয়েছে। অনেক ট্রেনই দেরিতে চলছে। দূষণ তো রয়েছেই, এরইমধ্যে দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্ত অবস্থায় রয়েছে। এদিন সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়।
দিল্লির বাতাসের গুণমান নির্ধারণের জন্য রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকায় রয়েছে ৩৫টি পর্যবেক্ষণ কেন্দ্র। তার মধ্যে ২২টি পর্যবেক্ষণ কেন্দ্রে বাতাসের গুণমান সূচক ধরা পড়েছে ‘ভয়ানক’ পর্যায়ে। রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকার এই পরিস্থিতি দেখে উদ্বেগে প্রশাসন থেকে পরিবেশবিদেরা। মনে করা হচ্ছে, দূষণের এই ফল ভুগতে পারেন নাগরিকেরা। শ্বাসকষ্ট-সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাঁদের। ধোঁয়াশার কারণে রাজধানীর রাস্তায় গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন চালকেরা। বিমান ওড়াতেও বিপাকে পড়তে হচ্ছে পাইলটদের। সে কারণে দেরিতে চলছে বহু বিমান।