নিউজ ডেস্ক: ভোটগ্রহণ শুরু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে। এক দফাতেই ভোট (Assembly Election 2024) হবে মহারাষ্ট্রে। অন্য দিকে, ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। অন্যদিকে, আজ বুধবার, উত্তরপ্রদেশের ৯টি কেন্দ্রে চলছে উপনির্বাচন। সেই সঙ্গে মহারাষ্ট্রের নান্দেদেও রয়েছে উপনির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ঝাড়খণ্ড থেকে শুরু করে মহারাষ্ট্র, সর্বত্রই বুথমুখী সাধারণ মানুষ। লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে চলছে ভোটগ্রহণ। আগামী শনিবার ভোটগণনা। দুই রাজ্যের ভোটারদের স্ব-উৎসাহে ভোট দিতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন সপরিবারে গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকর। বুধবার সকালে ভোট উৎসবে শামিল হয়েছেন শচীন, তাঁর স্ত্রী ও মেয়ে। বুধবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই ভোটকেন্দ্রে পৌঁছে যান শচীন, তাঁর স্ত্রী ও মেয়ে। অনেক সেলিব্রিটিরাও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, ভোট দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার, আলি ফজল, জোয়া আখতার, ফারহান আখতার প্রমুখ।
অন্যদিকে, মহারাষ্ট্ৰ বিধানসভা নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। বুধবার সকালে সস্ত্রীক মুম্বইয়ের একটি পোলিং বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। ভোট দেওয়ার পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, “ভোটকেন্দ্রের ব্যবস্থা খুবই ভালো ছিল। আমি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই। সপ্তাহের মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই সবাই বেশি ভোটার প্রত্যাশা করছেন।”