নিউজ ডেস্ক: শিক্ষা নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির করা মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। বুধবার তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ রায় তাঁর জামিন মঞ্জুর করেন। জামিনের জন্য একাধিক শর্ত মানতে হবে কুন্তলকে। তবে সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন না পাওয়ায় এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না কুন্তল।
২০২৩ সালের জানুয়ারি মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তদন্তে নেমে তাঁর বিরুদ্ধে একাধিক তথ্যও পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে বারবার আদালতে জামিনের আর্জি জানান কুন্তল। সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন তিনি। তবে লাভ হয়নি। মামলা হাই কোর্টে ফিরিয়ে দেয় শীর্ষ আদালত। একমাসের মধ্যে নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়। অবশেষে বুধবার মিলল জামিন। ইডির মামলায় ১০ লক্ষ টাকার বন্ডে কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট।