নিউজ ডেস্ক: নতুন বছর পড়তে আর মাত্র মাস দুয়েক। আর নতুন বছরেই টেলিপাড়ায় বিয়ের সানাই। চারহাত এক করতে চলেছেন শ্বেতা ভট্টচার্য ও রুবেল দাস। বাংলা টেলিদুনিয়ায় ‘পাওয়ার কাপল’ এই জুটি। বহু দিন ধরেই জল্পনা চলছে তাঁদের বিয়ে নিয়ে। অবশেষে শোনা যাচ্ছে ২০২৫-এর জানুয়ারি মাসেই গাঁটছড়া বাঁধছেন শ্বেতা-রুবেল।
সম্প্রতি বিয়ের প্রসঙ্গে, শ্বেতা জানালেন বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি। অনেকগুলো তারিখ নিয়ে কথা চললেও, কোন দিনটা ফাইনাল হবে তা ঠিক করা হলেই, তাঁরা সেটা জানিয়ে দেবেন সোশ্যাল মিডিয়াতে।
২০২০ সালে যমুনা ঢাকি-র সময় একে অপরের প্রেমে পড়েন শ্বেতা আর রুবেল। যদিও এই ধারাবাহিকে কাজ করার সময়তে তাঁরা অন্য সম্পর্কে ছিলেন। দুজনেরই প্রেম ভেঙেছিল প্রায় একই সময়ে। আর তারপর দুই ভাঙা হৃদয় খুঁজে নেয় একে-অপরকে। জানা যায়, দুই পরিবারও এই সম্পর্কে অনুঘটকের কাজ করেছিল। ফলত, ভালোবাসা দানা বাঁধতে খুব বেশি সময় নেয়নি। আর বাড়ির মত থাকায়, একে-অপরের বাড়িতেও রয়েছে অগাধ যাতায়াত। পুজো হোক বা জন্মদিন, যে কোনো অনুষ্ঠান একত্রে পরিবারকে নিয়েই কাটাতে দেখা যায় শ্বেতা-রুবেলকে।