নিউজ ডেস্ক: ২৯ বছর পর ভাঙল ঘর। ডিভোর্স ঘোষণা সুরকার এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর। তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন, জীবনের বহু কঠিন সময় পার করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় যৌথ ঘোষণায় রীতিমতো স্তম্ভিত হয়ে যান ভক্তরা। এরপর রহমানের ৩ সন্তান তাদের বাবা-মায়ের বিচ্ছেদ সম্পর্কে তাদের প্রথম প্রতিক্রিয়া ভাগ করে নেন।
এদিন সায়রা ও রহমানের আইনজীবী বন্দনা শাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে একটি বিবৃতি জারি করেন। যৌথ বিবৃতিতে একটি কোটেশনের ভিতরে লেখা হয়েছিল, ‘বিয়ের অনেক বছর পর মিসেস সায়রা ও তার স্বামী মিস্টার এ আর রহমান একে অপরের থেকে আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সম্পর্কের মধ্যে চলা মানসিক চাপের পরে এই সিদ্ধান্তটি আসে। একে অপরের প্রতি গভীর ভালোবাসা সত্ত্বেও, এই দম্পতি দেখেছেন যে উত্তেজনা এবং অসুবিধাগুলি তাদের মধ্যে একটি ব্যবধান তৈরি করেছে, যা কোনও পক্ষই পূরণ করতে সক্ষম বলে মনে করেন না।’
বছরটা ছিল ১৯৯৫। সায়রা বানুকে বিয়ে করেছিলেন AR রহমান। তাঁদের তিন সন্তান। খতিজা, রহিমা এবং আমিন। দেখতে দেখতে দীর্ঘ ২৯টা বছর কাটিয়েছেন একসঙ্গে। তবে এবার আলাদা হওয়ার সিদ্ধান্ত। সায়রা বানু জানিয়েছেন, ২৯ বছর তাঁরা সংসার জীবন করেছেন। বিয়ের এতগুলি বছর কাটানোর পর, এআর রহমানের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যথা আর যন্ত্রণা থেকেই সম্পর্কে ঘূণ ধরেছে।এসেছে মানসিক চাপ। তারপরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে তিনি এই কঠিন সময়ে সকলের কাছে, তাঁদের ব্যক্তিগত জীবনের প্রতি গোপনীয়তা বজার রাখার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি।