নিউজ ডেস্ক: অবশেষে প্রক্রিয়াকরণের বাধা পার করে বাংলাদেশে মুক্তি পাচ্ছে উইনডোজ প্রোডাকশনের ছবি ‘বহুরূপী’। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়, আগামী ডিসেম্বরে বাংলাদেশে মুক্তি পাচ্ছে উইনডোজ প্রোডাকশনের এই ব্লকবাস্টার ছবি ‘বহুরূপী’। পরিবর্তে আন্তর্জাতিক ‘সাফটা’ (South Asian Free Trade Area) চুক্তি অনুযায়ী এদেশে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি ‘দামাল’।
এ বছর বাংলা ছবির জয়জয়কারে যার নাম একদম প্রথম না নিলেই নয়, সেটি বহুরূপী। পুজো রিলিজ, তাঁর সঙ্গে টানটান উত্তেজনা এবং ব্যাংক ডাকাতি, সব মিলিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবি দর্শকের যেমন পছন্দ হয়েছে তেমনই, এবার আন্তর্জাতিক স্তরেও হতে চলেছে নতুন শুরু। বহুরূপী দেখিয়েছে এক নির্দোষ মানুষের ব্যাংক ডাকাতির গল্প। সমাজ আর পরিস্থিতির চাপে, একজন মানুষ ঠিক কী কী করতে পারে সেই গল্প। আর এবার সেই ছবিই রিলিজ করতে চলেছে আন্তর্জাতিক স্তরে। বাংলাদেশের মানুষ এবার দেখতে পাবেন বহুরূপী। এই ভীষণ জনপ্রিয় ছবি বাংলাদেশে রিলিজ করতে চলেছে আগামী মাসে। ইন্টারন্যাশনাল ল এর চুক্তিতে বহুরূপী সেদেশে দেখা যাবে বড়পর্দায়।
এ প্রসঙ্গে পরিচালক শিবপ্রসাদ বলেন, ‘বহুরূপী-র যে প্রথা, আর্ট ফর্ম, সেই সংস্কৃতি ওপার বাংলার মানুষেরও জানা উচিত। এই একই প্রথা পরিমণ্ডলের মধ্যে দিয়ে দুই বাংলা বড় হয়েছে, সেটা বাংলার মানুষের জানা উচিত।’