নিউজ ডেস্ক: জয়গাঁওয়ে এক বেসরকারি স্কুলের শিক্ষককে নৃশংসভাবে খুনের ঘটনার চার অভিযুক্তকে গ্রেফতার করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। ১৬ নভেম্বর সকালে ওই শিক্ষকের বিকৃত দেহ উদ্ধার হয়।
এই ঘটনায় পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃত পান্ডু রাই এবং বিজয় সুব্বা পেশাদার খুনি, যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। একই সময়ে রোহিত থাপা এবং পাসাং লামা এই খুনিদেরকে শিক্ষককে খুনের সুপারি দিয়েছিলেন। তথ্য অনুযায়ী, রোহিত থাপা গোর্খা জনমুক্তি মোর্চা (জেজিএম) এর একজন সক্রিয় নেতা ছিলেন এবং এক সময় তিনি জেজিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন। তারও রয়েছে অপরাধমূলক ইতিহাস। ২০১৭ সালে, ডুয়ার্স অঞ্চলে একটি সংঘাতের জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, নৃশংসতা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল ব্যক্তিগত কোনো শত্রুতার বা মানসিক ক্ষোভের কারনেই এই ঘটনা। কিন্তু তদন্তে দেখা যায়, রোহিত থাপা ও পাসাং লামা ওই শিক্ষকের কাছ থেকে নেওয়া দেড় লাখ টাকা ঋণ ফেরত না দেওয়ায় জন্য তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। পুলিশ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।