নিউজ ডেস্ক: প্রায় আট বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ১২ বছরের কিশোর সাগর মণ্ডল ফিরে এল ২০ বছরের যুবক হিসেবে। মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের জোত বসন্ত গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সাগরের বাবা সঞ্জয় মণ্ডল এবং মা সপ্তমী মণ্ডল জানিয়েছেন, তাঁদের ছেলে ২০১৬ সালের ২৬ জুন আমবাগানে আম কুড়াতে গিয়ে নিখোঁজ হয়। তখন তার বয়স ছিল মাত্র ১২ বছর। ছেলের কোনও সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। কিন্তু বহু খোঁজাখুঁজি করেও সাগরের কোনও হদিশ পাওয়া যায়নি। পরিবার প্রায় আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু সম্প্রতি এক আশ্চর্য মোড় নেয় ঘটনাটি। মালদার মিলকির এক শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়ে এক যুবককে চিনতে পারেন, যাকে তিনি জোত বসন্ত গ্রামের নিখোঁজ কিশোর সাগর মণ্ডল বলে সন্দেহ করেন। সেই খবর পরিবারের কাছে পৌঁছায়। পরিবারের সদস্যরা বিভিন্ন চিহ্ন দেখে যুবককে সাগর হিসেবে শনাক্ত করেন।
এরপর বুধবার সকালে সাগর নিজ গ্রামে ফিরে আসে। আট বছর পর ছেলেকে ফিরে পেয়ে পরিবারে খুশির জোয়ার বয়ে যায়। সাগরের ফিরে আসার এই ঘটনা পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। তবে আট বছর ধরে সে কোথায় ছিল, কীভাবে নিখোঁজ হয়েছিল, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। বিষয়টি ঘিরে তদন্তের দাবি উঠেছে। সাগরের ফিরে আসাকে এক অলৌকিক ঘটনা হিসেবেই দেখছেন এলাকাবাসী। পরিবারবর্গ এখন ছেলের নতুন জীবন শুরুর জন্য উদগ্রীব।