নিউজ ডেস্ক: পরিবেশ দূষণ রোধে এবং বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করার লক্ষ্যে বালুরঘাট পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে ১০ কোটি টাকা ব্যয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে।
বুধবার বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে জানান, ডাম্পিং গ্রাউন্ডের উন্নয়নের পাশাপাশি এখানে আধুনিক ড্রেনেজ সিস্টেম, গার্ড রুম এবং অন্যান্য পরিকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি এও বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে থাকা ছাড়াও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে এই উদ্যোগ কার্যকরী ভূমিকা নেবে। এদিন চেয়ারম্যান নিজে ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি আশাবাদী, দ্রুত এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে বালুরঘাট শহর পরিচ্ছন্নতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
স্থানীয় বাসিন্দারা এই প্রকল্প নিয়ে যথেষ্ট আশাবাদী। তাদের মতে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট নির্মাণের মাধ্যমে পরিবেশ দূষণ কমিয়ে শহরের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব হবে। এখন বালুরঘাটবাসীর প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি সম্পূর্ণ হবে এবং শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।