নিউজ ডেস্ক: বেলডাঙ্গার অশান্তির পরিস্থিতি খতিয়ে দেখতে যাত্রা শুরু করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কিন্তু রাজ্য পুলিশের বাধায় তাঁর যাত্রা থেমে যায়। কৃষ্ণনগর এলাকায় পুলিশ তাঁকে বাধা দেয় এবং পরে বিজেপি কর্মীরা পথ অবরোধ করলে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়।
গ্রেফতার করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে, যাদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। এই গ্রেফতারির প্রতিবাদে উত্তর কলকাতার যুব মোর্চার তমগ্ন ঘোষ এবং সুবোধ দাসের নেতৃত্বে সেন্ট্রাল এভিনিউতে টায়ার জ্বালিয়ে এবং মুখ্যমন্ত্রীর পোস্টার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিজেপি কর্মীরা অবিলম্বে সুকান্ত মজুমদার এবং অন্য গ্রেফতারকৃত কর্মীদের মুক্তির দাবি জানিয়ে সেন্ট্রাল এভিনিউর কলকাতা মোড়ে রাস্তা অবরোধ করেন। এতে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তির পর অবরোধ মুক্ত করা হয় এবং পরিস্থিতি শান্ত হয়।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ দেয়নি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। বিজেপির নেতারা দাবি করেছেন যে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে রাজ্য সরকারের সমালোচনা করার জন্য তাঁদের বাধা দেওয়া হয়েছে।