নিউজ ডেস্ক: দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা মশাগ্রাম-বাঁকুড়া রেলপথের উচ্চতা বেশি হওয়ার কারণে দীর্ঘদিন এই দুটি রেলপথের সংযুক্তি সম্ভব হয়নি। তবে সম্প্রতি প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার পর, দুটি আলাদা রেলপথকে সংযুক্ত করা হয়েছে। ফলে হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশন রেলপথটি এখন সরাসরি বাঁকুড়ার সঙ্গে যুক্ত হতে চলেছে।
এই সংযুক্তির ফলে পূর্ব রেলের কর্ড শাখার রেললাইনের সঙ্গে সিগন্যালিং এবং অন্যান্য প্রয়োজনীয় সংযুক্তি এবং সমন্বয় গড়ে তোলার জন্য মশাগ্রাম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজও সম্পন্ন হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজ সম্পূর্ণ হওয়ার পর হাওড়া থেকে কর্ড শাখা হয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর এবং পুরুলিয়ার দিকে যাওয়ার পথ খুলে যাবে। ফলে ট্রেন যাত্রীদের জন্য এটি দীর্ঘদিনের একটি স্বস্তির বিষয় হতে চলেছে, কারণ বেশ কিছু রাস্তা কমে যাবে এবং বাঁকুড়া থেকে হাওড়া যাওয়ার পথে আপ ট্রেনের পরিবর্তন করতে হবে না। যাত্রীদের মধ্যে এই নতুন সংযোগ নিয়ে উচ্ছ্বাস রয়েছে।