নিউজ ডেস্ক: গ্রাম বাংলায় ভোরে ও রাতের দিকে শীতের পরশ, কুয়াশাচ্ছন্নও থাকছে বেশ কিছু জেলা। মহানগরীতেও ভোরে ও রাতের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে, তবে বেলা বাড়তেই ঠান্ডা উধাও হয়ে যাচ্ছে। আগামী কিছু দিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলেই আশা করা হচ্ছে। বুধবার কলকাতায় কিছুটা বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা, পৌঁছেছে ১৯ ডিগ্রি ঘরে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কিছু দিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। বঙ্গের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে।
এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপট বেশি থাকবে। আপাতত কুয়াশার হাত থেকে মুক্তি মিলবে না রাজ্যবাসীর। কুয়াশার জেরেই চলতি মাসে জাঁকিয়ে শীতের দেখা মিলবে না।
এ দিকে মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও ইঙ্গিত রয়েছে তার। তবে ঘূর্ণিঝড় হয় কি না, নজর রাখছে মৌসম ভবন। তবে বাংলায় এই নিম্নচাপের প্রভাব পড়ার আশঙ্কা নেই। ফলত, শীতের আমেজের ধাক্কার সম্ভাবনা নেই। নিম্নচাপটি তামিলনাড়ু, শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোবে জানিয়েছে নয়াদিল্লি মৌসম ভবন।