নিউজ ডেস্ক: নিউটাউনের আনন্দপল্লি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পিছন থেকে গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর জখম অবস্থায় প্রৌঢ়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, চা খেতে বাড়ি থেকে বের হয়েছিলেন ওই ব্যক্তি। রাস্তায় হেঁটেই যাচ্ছিলেন। অভিযোগ, তখনই পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মেরে পালিয়ে যায়। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
রাজ্যে একের পর এক পথ দুর্ঘটনা। বেহালা-বাঁশদ্রোণী-সল্টলেকে গতির বলি হয়েছে স্কুল পড়ুয়া। বেপরোয়া গতির বলি খুদে থেকে বৃদ্ধ। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী সরাসরি ফোন করেছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। তাঁর নির্দেশ ছিল, দুর্ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে। সেই মতো বৈঠক করে কড়া বার্তাও দিয়েছেন মন্ত্রী। তার পরেও পরিস্থিতির বিশেষ বদল হয়নি। উলটে তৃণমূল কাউন্সিলরের ছেলের গাড়ির বেপরোয়া গতিতে জখম হলেন বৃদ্ধা।