নিউজ ডেস্ক: ক্রিকেট মাঠের তুখোড় অলরাউন্ডার তিনি। মাঠেও বাইরে থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও সমান গোছালো ইংলিশ ক্রিকেটার মঈন আলী। ইংল্যান্ডের ক্রিকেটের অসামান্য অবদান রাখার জন্য এবার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন মঈন। তাকে এই সম্মান দিয়েছে ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়। ক্রিকেটে অসামান্য অবদান রাখার জন্য মঈন আলীকে ইংল্যান্ডের কভেন্ট্রি ক্যাথেড্রালে এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ‘ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করেছি। এই সম্মাননা তাকে দিতে পেরে আমরা গর্বিত।’ উল্লেখ্য, গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর নিয়েছেন মঈন।