নিউজ ডেস্ক: ওডিশার মালকানগিরি জেলায় ওডিশা-ছত্তিশগড় সীমানায় এনকাউন্টারে নিহত হয়েছে এক মাওবাদী। গুলির লড়াইয়ে আহত হন একজন জওয়ান, তিনি এখন বিপদমুক্ত। ওডিশা পুলিশ জানিয়েছে, ওডিশার মালাকানগিরি জেলায় ওডিশা-ছত্তিশগড় সীমানায় নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলি বিনিময়ে একজন মাওবাদী নিহত হয়েছে।
এমভি-৭৯ জিন্দালগুডার কাছে এনকাউন্টার শুরু হয়, ওই এলাকাটি মাওবাদী অধ্যুষিত বলেই পরিচিত। নিরাপত্তা বাহিনীর একজন জওয়ান এনকাউন্টার চলাকালীন আহত হন, তাঁকে চিকিৎসার জন্য নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রায় দুই ঘণ্টা ধরে গুলির লড়াই চলে। এক মাওবাদী নিহত হয়েছে, বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।