নিউজ ডেস্ক: বন্ধন ব্যাঙ্কের এক কর্মীর কাছ থেকে ৪৭ হাজার ২০০ টাকা ছিনতাইয়ের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরে। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার গোয়ালমারি এলাকায়। বন্ধন ব্যাঙ্কের শান্তিনগড় শাখার রিলেশনশিপ অফিসার (আরও) উত্তম কুমার দাস কয়েকটি গ্রাম থেকে কিস্তির টাকা সংগ্রহ করে শান্তিনগড়ের দিকে ফিরছিলেন।
অভিযোগ, সেই সময় গোয়ালমারি এলাকায় একটি বাইকে তিন দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড় করায়। এর পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। দুষ্কৃতীরা সকলেই হেলমেট পড়ে ছিল বলে দাবি করেছেন উত্তম কুমার দাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।