নিউজ ডেস্ক: শীতের শুরুতে পাল্লা দিয়ে কলকাতায় বাড়ছে দূষণ। দূষণ দাপটে কাতর দিল্লি, দূষণ উদ্বেগজনক কলকাতাতেও। হাওড়ার শিল্পাঞ্চল ঘুসুড়িতে দূষণের মাত্রা ৩১৫। কলকাতায় সবুজে মোড়া বোটানিক্যাল গার্ডেনে দূষণের মাত্রা ২৬২ AQI .দুর্গাপুর-আসানসোলে দুষণের মাত্রা যথাক্রমে ২৭৯ ও ২৭১ AQI দিল্লির বেশিরভাগ এলাকায় দূষণের মাত্রা ৪০০ পার। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দূষণের মাত্রা ১৬৬। কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবরে দূষণের মাত্রা ১৩২ AQI শীতের শুরুতে দূষণের জেরে নাজেহাল রাজ্যবাসী, ঘরে ঘরে জ্বর-শ্বাসকষ্টের উপসর্গ।
দূষণের হাত থেকে বাচ্চাদের সুস্থ রাখাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ, মত শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষের। এদিন তিনি বলেছেন, বাচ্চারা বড়দের থেকে ফুসফুসে বেশি পরিমাণ এয়ার নেয়। তার ফলে যেটা হয়, ওদের ক্ষতিটাও বেশি হয়। কারণ সেটা Devoloping Lungs । এক্ষেত্রে যখন এমন দূষণ হয়, তখন ড্যামেজটা খুবই বেশিই হবে। এর থেকে নানা ধরণের রোগে আক্রান্ত হতে পারে। ভবিষ্যতেও ওদের ফুসফুসের গ্রোথটা কমে যেতে পারে। ফলে তাঁদের ফুসফুসের রোগ হয়ে, আলটিমেট কিছুও হতে পারে। সুতরাং বাচ্চাদের জন্যই আমাদের বেশি চিন্তা।