নিউজ ডেস্ক: জলপাইগুড়ির ময়নাগুড়িতে ধানখেতে অজগর উদ্ধারকে কেন্দ্র করে হুলুস্থুলু কাণ্ড । যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ রইল জমিতে ধান কাটার কাজ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের উত্তর মৌয়ামারি গ্রামে। জানা গিয়েছে, এদিন গ্রামের বাসিন্দা সোপা রায়ের ধানের জমিতে একটি বিশালাকার অজগর সাপ দেখতে পান ধান কাটার কাজে নিযুক্ত শ্রমিকরা।
এরপরই আতঙ্কে ধান কাটার কাজ বন্ধ করে দেন তাঁরা। এই খবর চাউর হতেই এলাকায় ভিড় জমাতে থাকেন বহু মানুষ। এরপরই খবর দেওয়া ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনকে। তাঁরা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে গেলে স্বাভাবিক হয় জমিতে ধান কাটার কাজ। এদিকে সম্প্রতি ময়নাগুড়ির দোমহনি মোড় এলাকাতেও একটি অজগর সাপ বেরিয়ে পড়ে। সেটিকেও পরে উদ্ধার করে নিয়ে যায় পরিবেশপ্রেমীরা।
এই প্রসঙ্গে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দ রায় বলেন, ‘শীত পড়লে সাপেরা শীত ঘুমে চলে যায়। তাই তার আগেই লোকালয়ে সাপেদের বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। আর কিছুদিন এমনটা চলবে।’ উদ্ধার হওয়া অজগরটিকে ইতিমধ্যেই বন দফতরের সহযোগিতায় গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।