নিউজ ডেস্ক: গাড়িতে করে গোরু পাচারের চেষ্টার অভিযোগ। পাচারের আগেই জাতীয় সড়ক থেকে উদ্ধার হয়েছে ২৪টি গোরু। ইতিমধ্যেই তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে মেটেলি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি থেকে জাতীয় সড়ক ধরে আলিপুরদুয়ারের উদ্দেশে গাড়িতে করে ওই গোরুগুলিকে পাচার করা হচ্ছিল।
বুধবার রাত প্রায় ৩টা নাগাদ চালসা গোলাইয়ে গাড়িগুলিকে দেখে সন্দেহ হয় মেটেলি থানার পুলিশের। এরপরই গাড়িগুলিকে আটক করে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। কিন্তু গাড়িতে থাকা ব্যক্তিরা গোরুগুলি নিয়ে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। এরপর রাতেই ওই ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে গোরুগুলিকে রাতেই বাতাবাড়ির একটি খোয়াড়ে এনে রাখা হয়। ধৃতরা নকশালবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পাঠায় পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তা জানতে তদন্ত শুরু হয়েছে।