নিউজ ডেস্ক: ট্যাব দুর্নীতি মামলায় ফের শিলিগুড়ি থেকে গ্রেফতার হল এক যুবক। শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার দেবীডাঙা থেকে ট্যাব দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে বর্ধমান সাইবার ক্রাইম থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম রবীন্দ্র প্রসাদ সিং। বিহারের কিশনগঞ্জ জেলার বাসিন্দা।
চোপড়ায় গ্রাহক পরিষেবা কেন্দ্র চালাতো যুবক। সেখানেই ট্যাব দুর্নীতির টাকা নয়ছয় করে বিভিন্ন অ্যাকাউন্টে পাঠানোর কাজে সে জড়িত ছিল বলে জানা গিয়েছে। এর জন্য তাঁকে টাকা দেওয়া হতো। সম্প্রতি বর্ধমানে ট্যাবের টাকা না পাওয়া নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। এরপর দেবীডাঙা থেকে রবীন্দ্র প্রসাদ সিংকে বুধবার রাতে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তুলে তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে বর্ধমান রওনা দিয়েছে পুলিশ। এদিকে দিন কয়েক আগেই শিলিগুড়িতে ট্যাব দুর্নীতি মামলায় তিনজনকে গ্রেফতার করে লালবাজার গোয়েন্দা বিভাগ। সেবক রোড থেকে তিনজনকে ধরা হয়। তাদের মধ্যে একজন চোপড়ার ও অন্য দুজন প্রধাননগর থানা এলাকার পবিত্রনগর ও সমরনগর এলাকার বাসিন্দা ছিলেন।