নিউজ ডেস্ক: লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়াতে হবে। দাবি তুললেন বিজেপি সাংসদ। শুধু দাবিই নয়, এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠিও লিখলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ, অর্থাৎ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার দাবি জানিয়েছেন তিনি। সেই চিঠির সারবত্তা তিনি নিজের সামাজিক মাধ্যমেও পোস্ট করেছেন। হ্যাস ট্যাগ ‘লক্ষ্মীর ভান্ডার’ও দিয়েছেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন মমতা। প্রকল্পের আওতায় শুরুতে মাসে ৫০০ টাকা করে দেওয়া হতো রাজ্যের মহিলাদের। পরবর্তীতে টাকার অঙ্ক বাড়িয়ে মাসে ১০০০ টাকা করা হয়। তফসিলি-জনজাতিদের ১২০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই টাকা আরও বাড়ানোর আবেদন জানালেন জ্যোতির্ময়।
তিনি বলেন, “আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, পশ্চিমবাংলার মহিলাদের ১০০০ টাকা ও ১২০০ টাকা করে দিয়ে যে ভোটব্যাঙ্ক আপনি তৈরি করছেন, তাতে কিন্তু কিছু হয় না। ন্যূনতম ২ হাজার টাকা করে দিতে হয়। তাতে অন্তত তাঁদের হাতখরচটা হবে।”