নিউজ ডেস্ক: অশান্তি কবলিত মুর্শিদাবাদের বেলডাঙায় এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। উত্তেজনা প্রশমণেই এই সিদ্ধান্ত জেলা পুলিশ ও প্রশাসনের। বৃহস্পতিবার সেখানে যেতে চেয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু তা খারিজ করে দিয়েছে প্রশাসন। অর্থাৎ বেলডাঙা যেতে পারলেন না অধীর।
এদিকে, কংগ্রেসের তরফে তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করা হয়েছে। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় জানান, এই পরিস্থিতির জন্য কে দায়ী ? সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টির জন্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অধীরের মতে, উত্তেজনা নিরসনে মুখ্যমন্ত্রীর তরফে হস্তক্ষেপ নয়তো জরুরি বার্তা প্রেরণ আশু সমস্যা সমাধানের পথ হতে পারে।