নিউজ ডেস্ক: গ্রাম বাংলায় ভোরে ও রাতের দিকে শীতের পরশ, কুয়াশাচ্ছন্নও থাকছে বেশ কিছু জেলা। মহানগরীতেও ভোরে ও রাতের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে, তবে বেলা বাড়তেই ঠান্ডা উধাও হয়ে যাচ্ছে। শুক্রবার তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলেই আশা করা হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এমনিতে এদিন আবহাওয়া শুষ্ক থাকারই সম্ভাবনা।
এদিকে শীত পড়তে না পড়তেই বাংলায় আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানাল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সেই দিকে নজর রেখেছেন আবহবিদেরা। তবে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই মনে করছেন তাঁরা।
ঘূর্ণিঝড়ের আশঙ্কা যে একেবারে অমূলক নয় তা জানিয়েছেন আবহবিদদের একাংশ। তাঁরা বলছেন, অক্টোবর-নভেম্বর মাসে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি থাকে। তবে ঘূর্ণিঝড় তৈরি হলেও তা ওড়িশা-বাংলা উপকূলের দিকে বয়ে আসার আশঙ্কা এখনও দেখা দেয়নি।