নিউজ ডেস্ক: শুক্রবার সাতসকালে ৪.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের বাদাখশান অঞ্চল। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় শুক্রবার সকাল ৬:৩৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।
জানা গেছে, ভূমিকম্পর উৎস আফগানিস্তানের বাদাখশান অঞ্চলের ৮২ কিলোমিটার গভীরে। এই এলাকা প্রাকৃতিক দুর্যোগপ্রবণ পাহাড়ি অঞ্চল। উল্লেখ্য, এই সপ্তাহের শুরুর দিকে দুইবার ভূমিকম্প হয় এই অঞ্চলে, রিখটার স্কেলে মাত্রা ৪.৪ এবং ৩.৯ ছিল। প্রসঙ্গত, গত মাসে এই অঞ্চলে ১০ বারেরও বেশি ভূমিকম্প আঘাত হানে বলে জানা গেছে।