নিউজ ডেস্ক: শীতের শুরুতে সংস্কৃতির শহর কলকাতায় শিল্পীদের নিয়ে উৎসবের উদ্যোগ। নাচ, গান, প্রদর্শনী, থিয়েটার— নিয়ে এক বহুমুখী আঙ্গিকের সেই উৎসবের পোশাকি নাম, ‘আমি আর্টস ফেস্টিভ্যাল’। শিল্পের এই কর্মযজ্ঞে সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ হোক স্বতঃস্ফূর্ত, এমন ভাবনাকে সামনে রেখে ‘আমি আর্টস ফেস্টিভ্যাল ২০২৪’-এর আয়োজন করল কেসিসি। উদ্দেশ্য, বিভিন্ন ধরনের শিল্পকর্ম আরও বেশি করে জন সাধারণের কাছে পৌঁছে দেওয়া। উদীয়মান শিল্পীদের অনুপ্রাণিত করা।
বৃহস্পতির সন্ধ্যায় আনন্দপুরে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে এক আনন্দমুখর অনুষ্ঠান দিয়ে তারই সূচনা হল। কবিতা, গল্প, সুরে— উদ্বোধনেই স্রোতাদের মুগ্ধ করলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। প্রথম বার জনতার দরবারে আনুষ্ঠানিক ভাবে সঙ্গীত পরিবেশন করলেন যুগল।
দেশ-বিদেশের ২৫০ জন শিল্পী এতে অংশ নেবেন। চিত্র প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান, নাটক— সমস্ত কিছুরই আয়োজন করা হয়েছে। ভারতীয় জাদুঘরে এক সপ্তাহ ধরে পালন করা হবে ‘বিশ্ব ঐতিহ্যবাহী সপ্তাহ’। ২২-২৯ ডিসেম্বর সেখানে বিভিন্ন শিল্পীর কাজ দেখতে পাবেন। কেসিসি-র চেয়ারপার্সন রিচা বললেন, ‘‘আমরা এই উৎসবের মাধ্যমে এমন এক মঞ্চ তৈরি করেছি, যেখানে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নিজের শিল্পসত্তাকে প্রকাশ করতে পারবে। এই শিল্পোৎসবের দ্বার সকলের জন্য উন্মুক্ত।’’