নিউজ ডেস্ক: রাজস্থানের সুখের থানা এলাকার আম্বেরিতে একটি ডাম্পারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা ৫ যুবকেরই মৃত্যু হয়েছে। পুলিশ ডাম্পারটি আটক করেছে।
পুলিশ আধিকারিক হিমাংশু সিং রাজাওয়াত বলেন, দেলোয়ারা রাজসমন্দের বাসিন্দা হিম্মত খটিক (২৪), উদয়পুরের বেদলার বাসিন্দা পঙ্কজ নাগারচি (২৪), খারোল কলোনির বাসিন্দা গোপাল নাগারচি (২৭), সীসারমার বাসিন্দা গৌরব জিনগর (২৩) ছাড়াও গাড়িতে আরও একজন সওয়ারি ছিলেন। তাঁদের গাড়ি আম্বেরি থেকে ভুল দিক দিয়ে দেবারির দিকে যাচ্ছিল। তখন হঠাৎই সামনে থেকে একটি ডাম্পার চলে আসে। ডাম্পারটির সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই গাড়িতে থাকা সকলেই ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।